বিয়ের আসরে বিষ খেয়ে প্রাণ দিল বর, লাইফ সাপোর্টে কনে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


বিয়ের আসরে বিষ খেয়ে প্রাণ দিল বর, লাইফ সাপোর্টে কনে
ফাইল ছবি

বিয়ের আসরে ঝগড়া বাঁধে ২১ বছরের বর ও ২০ বছরের কনের মাঝে। ঝগড়া ও কথা কাটাকাটির জেরে বিষপান করেন বর। তা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও। মঙ্গলবার (১৬ মে) এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে।


জানা গেছে, বিয়ের আসরে বিষপান করা দুজনকেই হাসপাতালে নেওয়া বরের মৃত্যু হয়েছে। অপরদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


দেশটির  গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান নামের পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


ওই কর্মকর্তা বলেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। অন্যদিকে নববধূ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখন লাইফ সাপোর্টে। কার্যত নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন।


তিনি বলেন  বলেন, ''কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও তা পান করেন। ডাক্তাররা লোকটিকে মৃত ঘোষণা করেছেন, অন্যদিকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা ওই নববধূর অবস্থা খুবই গুরুতর।''


রমজান খান আরও বলেন, বরের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন- ওই তরুণী গত কয়েক দিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিল। কিন্তু মেয়েটি তা না মেনে বরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সূত্র: এনডিটিভি


জেবি/এসবি