মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৫ তারিখের পরীক্ষা স্থগিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩


মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৫ তারিখের পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

অনিবার্য কারণে দাখিল পরীক্ষার আগামী বৃহস্পতিবারের (২৫ মে) পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।


বৃহস্পতিবার (১৮ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার এবং ২৫ মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷


জেবি/ আরএইচ/