প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩


প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
ছবি: জনবাণী

ভারতের আসামরাজ‍্যরে করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার স্বনামধন্য ভাঙ্গা উচ্চ মাধ‍্যমিক স্কুলে যৌন নিপীড়নের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। 


বৃহস্পতিবার (১৮ মে) সকালে স্কুল চলাকালীন সময়ে এই ঘটনাটি সংগঠিত হয়। এ ঘটনায় অভিযুক্ত স্কুল অধ‍্যক্ষ আছার উদ্দিন। এই মুহূর্তে আছার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। শীঘ্রই তাকে আটক করতে সক্ষম হবে বলে জানান ওই আধিকারিক। 


তিনি সংবাদমাধ‍্যমকে জানান, যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বয়ান অনুযায়ী, অভিযুক্ত অধ‍্যক্ষ আছার উদ্দিনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলেও জানান ওই আধিকারিক। 


এদিকে স্কুল ছাত্রীর সঙ্গে যৌন নিপীড়নের এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গাসহ করিমগঞ্জ জেলা সদরে প্রতিবাদে গর্জে উঠল হিন্দু সংগঠনের কর্মকর্তারা। 


জানা গেছে, স্কুল চলাকালীন সময়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে নিজ পক্ষে ডেকে পাঠিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্কুল অধ‍্যক্ষ আছার উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় বিদ‍্যালয়ের অধ‍্যক্ষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। 


এদিকে বিভিন্ন মহলের অভিযোগ, শুধু এই ঘটনা নয় আছার উদ্দিনের বিরুদ্ধে আগেও বহুবার এ ধরনের অভিযোগ উঠেছে। অন‍্যদিকে ঘটনাটি চাউর হতেই ক্ষোভ চড়তে থাকে। দোষী অধ‍্যক্ষের গ্রেফতারের দাবি জানিয়ে করিমগঞ্জ শহরের পিডব্লিউডি কার্যালয়ের সামনে থাকা রাজপথে অবরোধ করে আন্দোলনে বসেন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।


জেবি/ আরএইচ/