নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩
নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।
শুক্রবার (১৯ মে) নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। এদিকে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে। এতে উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভানুয়াতুয় জোয়ারের সময় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে।
জেবি/ আরএইচ/