ফেনীতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

ফেনী শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশি বেস্টনির মধ্য দিয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ মে) উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসভার আয়োজন করে ফেনী জেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় বিএনপির সহ গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহাম্মেদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ- সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার ও ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ খালেক ।
সমাবেশের শুরুতে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় বিএনপির নেতারা অভিযোগ করেন, জনসভা বানচাল করতে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নেতারা।
আরএক্স/