এসআই জোনমণি মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২০শে মে ২০২৩
এসআই জোনমণি রাভার মৃত্যুর ঘটনায় আসামরাজ্যের লখিমপুর ও নগাঁও থেকে ৪ পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে।
অফিসাররা হলেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) রুপজ্যোতি কলিতা, নগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মনোজ রাজবংশী, পুলিশ পরিদর্শক ভাস্কর কলিতা ( উত্তর লখিমপুর থানার অফিসার ইনচার্জ) এবং সঞ্জীব বরা( নাওবৈছা পুলিশ চৌকি ইনচার্জ)।
তারা অবিলম্বে দায়িত্ব ত্যাগ করে এবং আসাম পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে এক আদেশে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে মৃত জোনমণি রাভার মা সুমিত্রা রাভা তার মেয়ের" রহস্যময়" মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছিলেন।
তিনি নগাঁও জেলার জাখালাবান্ধা থানার এফআইআর দায়ের করেন। এফআইআর এ, সুমিতা রাভা তার মেয়ে, আসাম পুলিশের সাব- ইন্সপেক্টর জোনমণি রাভার মৃত্যুর সন্দেহের আঙুল তুলে ১৬ ই মে ভোররাতে এবং বিস্তারিত তদন্তের দাবি করেছিলেন।
সুমিত্রা রাভাও দাবি করেছেন, যে তার মেয়ে আসাম পুলিশের সাব- ইন্সপেক্টর জোনমণি রাভার মৃত্যু একটি " পরিকল্পিত হত্যা"। এফআইআর এ, সুমিত্রা রাভা আরও দাবি করেছেন, " আমি নিশ্চিত যে তার মৃত্যু কোনও দুর্ঘটনার কারণে নয়" পূর্বপরিকল্পিত হত্যার কারণে হয়েছে। "
আমি জোনমণির শরীরে বেশ কিছু আঘাতের চিহৃ লক্ষ্য করেছি, তাঁর সম্মতি ছাড়াই ময়নাতদন্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।" ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দেহের বেশির ভাগ অংশে একাধিক আঘাত ও দাগছিল। ২৪ ঘন্টার মধ্যে হওয়া ময়নাতদন্তের রিপোর্টে শরীরের উভয় পাশে একাধিক ফ্র্যাকচার প্রকাশ করা হয়েছিল।
রির্পোট অনুযায়ী উভয় হাঁটু, পা, কণুই এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে জেলা পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশে বলা হয়েছে।
ডিজিপির অনুমতি ছাড়া জোনমণি রাভার কথা বলতে পারবেন না কেউ। আসাম পুলিশের প্রধান কার্যালয় থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরএক্স/