‘মেঘনা পাড়ে যাবো নারে, গাইবো না আর গান’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৩
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘মেঘনা পাড়ে যাবো নারে’ শিরোনামে একটি গান। নন্দিত গানের কবি মিলন খানের সৃষ্টি তুমুল জনপ্রিয় এই গানটিতে কন্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী আরিয়ান শান্ত।
জানা গেছে, ইতোমধ্যে টিকটকে ৫ লাখেরও বেশি শেয়ার হয়েছে। এছাড়াও ফেসবুকে পেইজে অসংখ্য শেয়ার ও শতাধিক ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে এবং ইউটিউব শর্টও আছে কয়েক হাজার।
এ প্রসঙ্গে মিলন খান বলেন, অনেক অনেক দিন পর আবার অসংখ্য মানুষের ভালোবাসা ভালোলাগায় সিক্ত হচ্ছি, যেখানেই যাই বন্ধু স্বজনের মুখে এই গান। প্রায় প্রতিদিনই ৭-৮ হাজার তরুণ তরুণী ঠোঁট মিলিয়ে যাচ্ছে এই গানে টিকটকে, আমি অভিভূত কৃতজ্ঞতা অন্তহীন তাদের প্রতিও, গান হলো অল্প কথার গল্প, গানে গল্পটা দরকার।
তিনি আরও বলেন, ৫-৬ জন একেবারে নতুন তরুণ তরুণী শিল্পীর বেশ কিছু গান তৈরী করছি, সহসাই সেগুলো নিয়ে হাজির হবো।
জেবি/এসবি