পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে সাতসকালে পিকআপ ভ‍্যানের সঙ্গে বাইকের ধাক্কায় ৩ জন যুবকের প্রাণহানীর খবর পাওয়া গেছে। 


জানা গেছে, রবিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তারা। বাইকে ছিলেন ৩ জনই। 


নিহত ৩ জন যুবকরা হলেন- নাসিম আলি, রোহিত কেশরী ও করণ সিং। ঘটনাটি ভারতে পশ্চিমবঙ্গের পানিহাটি তেঁতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটি রোডের। 


অগরপাড়া এলাকায় পিকআপ ভ‍্যানের সঙ্গে বাইকের ধাক্কা লাগে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র জানা গেছে, বাইকটি ডানলপ থেকে ব‍্যারাকপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় কারও মাথায় হেলমেটি ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা।


জেবি/ আরএইচ/