তাপদাহে পুড়ছে দিল্লি, তাপমাত্রা ছাড়ালো ৪৫ ডিগ্রি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


তাপদাহে পুড়ছে দিল্লি, তাপমাত্রা ছাড়ালো ৪৫ ডিগ্রি
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা দিল্লিবাসীর। রবিবার (২১ মে) সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রা বাড়বে। এমনকি তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।


দিল্লির বিভিন্ন স্থানের মধ্যে রোববার (২১ মে) সর্বাধিক তাপমাত্রা ছিল নজফগড়ে (৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস)। সোমবার (২২ মে) এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারাদিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে দিল্লিবাসী কাহিল হবে বলে জানিয়েছে তারা। 


তবে দুপুরের দিকে ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে রাজধানীতে। দু’দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করার পাশাপাশি স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী বুধবার (২৩ মে) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। সে ক্ষেত্রে গরম কমার সম্ভাবনা রয়েছে। সূত্র: আনন্দবাজার


জেবি/এসবি