ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৩
মিয়ানমারে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২২ মে) সকাল সোয়া ৮টায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারে সকালে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।
চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২।
জেবি/ আরএইচ/