ভারতে বাজির কারখানার গোডাউনে বিস্ফোরণ, নিহত ৩


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


ভারতে বাজির কারখানার গোডাউনে বিস্ফোরণ, নিহত ৩
গোডাউনে বিস্ফোরণ

ঘরের ছাদে মজুত ছিল বাজি, বাজির মশলা। সেই সবই নিষিদ্ধ শব্দবাজি। রবিবার (২১ মে) সন্ধ্যায় সেই ঘরে চলছিল পুজোপাঠ। জ্বালানো হয় মোমবাতি, ধূপ। সে সময় হঠাৎ ধূপের আগুন ধরে যায় বাজির মশলায়। 


এতেই ঘটে ভয়ংকর বিস্ফোরণ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় দুর্ঘটনার কারণ হিসেবে এমনই জানাচ্ছে পুলিশ। 


রবিবার ঘটনার পর রাতভর চলে তল্লাশি অভিযান। উদ্ধার করা হয়েছে ২০ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি। মহেশতলা, বজবজ এলাকা থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদেরকে আলিপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 


বজবজের দাসপাড়ায় একবাড়িতে সেই আগুনে ঝলসে প্রাণ হারাল জয়শ্রী ঘাঁটি (১০), পম্পা ঘাঁটি(৪৫) ও যমুনা দাস( ৬৫)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী। 


ডায়মন্ড হারবারের ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষের নেতৃত্বে চলে অভিযান। বেশ কয়েকটি টিম ভাগ করে বিস্ফোরণ স্থল ও সংলগ্ন এলাকায় নিষিদ্ধ বাজির সন্ধানে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযানে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আরএক্স/