আবারও গ্রেফতার হতে পারেন ইমরান খান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


আবারও গ্রেফতার হতে পারেন ইমরান খান
ছবি: সিএনএন থেকে নেওয়া

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।


রবিবার (২১ মে) সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানা ইমরান।


ইমরান বলেন, আমাদের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেয়ার জন্য সবকিছু করা হচ্ছে। তাই এই মুহূর্তে ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার সমস্ত জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন। 


ইমরান খান সিএনএনকে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমন যে, বিচারক ও আদালতের সিদ্ধান্তও বাতিল করা হচ্ছে। সম্প্রতি হাই কোর্টের একজন বিচারপতি পিটিআইয়ের এক নেতাকে জামিন দেয়ার পর পুনরায় গ্রেফতার করায় কান্না করেছিলেন।


পিটিআইয়ের চেয়ারম্যান বলেছেন, সরকার আমাকে থামিয়ে দিতে চায়। কারণ তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে রয়েছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান গত বছরের অক্টোবরে তাকে হত্যাচেষ্টার কথাও স্মরণ করেন। 


সূত্র: ডন


জেবি/ আরএইচ