সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ আগুন, নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ আগুন, নিহত ৬
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ সংখ্যা। 


সোমবার (২২ মে) গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ খবর জানায়। 


প্রতিবেদনে বলছে, মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে আগুনের ঘটনায় আহত দুজনের আবস্থা সঙ্কটাপন্ন। কেন বা কীভাবে আগুনের ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। 


এছাড়া আগ্নকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনো প্রকার গুজবে কান না দিতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। 


দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতর আগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। 


জেবি/এসবি