উত্তরপ্রদেশে নৌকা ডুবে ৩ নারীর মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩
২৫ জন যাত্রী নিয়ে গঙ্গা নদীতে ডুবে গেল নৌকা। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরের একটি নদীতে। এখনও পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সোমবার (২২ মে) উত্তরপ্রদেশের বালিয়ায় একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। অপরদিকে দমকা আবহাওয়া কারণে একটি নৌকা ডুবে যায়।
এই নৌকা ডুবির ঘটনায় ৩ জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বালিয়ার ডিএস রবীন্দ্র কুমার।
তিনি আরও জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা হয়। সব যাত্রীকে উদ্ধার করে আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন মহিলা। নৌকা নিচে যাতে কেউ আটকে না থাকেন তার জন্য জোরকদমে চলছে উদ্ধারকার্য। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/