ফের অগ্নিগর্ভ মণিপুর রাজ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩
শান্তি বাতাবরণ ফিরিয়ে আসতেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ভারতে মণিপুর রাজ্য।
সোমবার (২২ মে) নতুন করে ছড়াল হিংসা। রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু।
পুলিশ সূত্রে প্রকাশ, চেকন বাজারে মেতৈ এবং কুকি জনগোষ্ঠীর কয়েকজনের মধ্যে বাকবিতান্ডা থেকে অশান্তির সূত্রপাত। প্রথমে হাতাহাতি, তারপরেই লাঠি এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। বাজারের বেশকিছু দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ইম্ফলের ২টি বাড়িতে অগ্নিসংযোগ করে একদল জনতা। জোর করে বন্ধ করিয়ে দেওয়া হয় দোকানপাট। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন ইম্ফলের নিউ ল্যাম্বুলেন এলাকায় জোর করে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করিয়ে দেয় ২ জন সশস্ত্র দুস্কৃতী। তারপরেই উত্তেজিত জনতা এলাকার ২ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামানো হয় সেনা ও আধা সামরিক বাহিনী। বিক্ষোভকারীদের আটকাতে ছোঁড়া হয় বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল। এনিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
আরএক্স/