থাইল্যান্ডে স্কুলের ছাদ ধসে পড়ে শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩
ঝড়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি স্কুল ভবনের ছাদ ধসে পড়ে ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটবনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
সোমবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যায় এই ঝড় হয়।
বিভিন্ন গণমাধ্যমের খবরে হয়, দেশটির পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে স্কুলের ইস্পাতের ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ৭জন। এদের মধ্যে ৪ শিশু ছাড়াও রয়েছেন একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মী।
জানা যায়, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: ব্যাংকক পোস্ট, এপি
জেবি/এসবি