আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি: ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩
আবারও গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ধারণা, তাকে আবারও গ্রেফতার করা হতে পারে।
সোমবার একটি রেডিওকে দেওয়া সাক্ষাতকারে জাতির উদ্যেশ্যে এ কথা বলেন ইমরান খান।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে,আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ আদালতে হাজিরা দেবেন ইমরান খান। সেখানে গত ৯ মের মতো তাকে আবারও গ্রেফতার করা হতে পারে। সেক্ষেত্রে কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ইমরান বলেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা যদি সহিংস হয়ে ওঠেন, তারা আবারও অভিযান চালানোর মওকা পেয়ে যাবে।
সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা বলে জানিয়েছেন ইমরান খান। তার কথায়, যদিও পাকিস্তানে সামরিক শাসনের পরিস্থিতি বিরাজ করছে। সেনাপ্রধানই দেশ চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ দানবীয় যেকোনো পদক্ষেপই আপনারা নেন না কেন, আমাদেরকে থামাতে পারবেন না।
জেবি/ আরএইচ/