মহাকাশ স্টেশনে পা রাখলেন আরবের প্রথম নারী নভোচারী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩


মহাকাশ স্টেশনে পা রাখলেন আরবের প্রথম নারী নভোচারী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি।


সৌদির এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস’র দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেওয়া দুই সৌদি নাগরিকের মধ্যে একজন।


রবিবার (২১ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়।


বিভিন্ন গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কক্ষপথে ১০ দিন অবস্থানকালীন ৩৪ বছর বয়সী এই বায়োমেডিকেল বিজ্ঞানী স্টেম সেল এবং স্তন ক্যান্সার গবেষণা করার পরিকল্পনা করেছেন।


আর নিজের এই কাজের মাধ্যমে রায়ানা বারনাভি মধ্যপ্রাচ্যের সকল নারীকে অনুপ্রাণিত করবেন বলে আশা করছেন।


আইএসএস-এ পৌঁছানোর আগে মহাকাশে ধারণ করা একটি ভিডিওতে সৌদি এই নারী নভোচারী জানান, ''বিশ্বের সকল মানুষের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি চাই তুমি বড় স্বপ্ন দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং মানবতায় বিশ্বাস করো।''


অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার।


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এ চারজন প্রায় ১০ দিন অবস্থান করবেন।


অবশ্য, সৌদি আরবের এটি প্রথম মহাকাশ অভিযান নয়। ১৯৮৫ সালে প্রথম মহাকাশে যান সুলতান বিন সালমান বিন আব্দুলআজিজ নামের এক সৌদি নাগরিক। তিনিও ছিলেন বিমান বাহিনীর পাইলট। আমেরিকার একটি মহাকাশ অভিযানে অংশ নেন তিনি। সূত্র: বিবিসি


জেবি/এসবি