বিয়ে করলেন গায়ক ইমরান
সাইফুল বারী
প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩
বিয়ে করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) পারিবারিকভাবে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই গায়ক।
সামাজিক মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে এ বিয়ের খবর তিনি নিজেই জানান। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।
তিনি আরও লেখেন, পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।
সবার কাছে দোয়া চেয়ে ইমরান বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ ।
এই খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি।