জায়েদা খাতুনের বিজয়, যা বললেন গায়ক আসিফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩
দেশের জনপ্রিয় গায়ক সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন আসিফ। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন এ সংগীতশিল্পী।
শুক্রবার (২৬ মে) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আরো পড়ুন: ৬০ বছর বয়সে আবারও বিয়ে করলেন বলিউডের এই অভিনেতা
পাঠকদের জন্য গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
মজলুমের সমস্ত বিজয় সবসময় দিক নির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।
অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয়া মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাঁচ কাটা হীরা, গাজীপুরের আম্মাজান।
আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।
অভিনন্দন প্রিয় গাজীপুরবাসী…। ভালবাসা অবিরাম…।
জেবি/এসবি