প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মেয়র জায়েদা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১১ পিএম, ২৬শে মে ২০২৩


প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মেয়র জায়েদা
মেয়র জায়েদা খাতুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন।


শুক্রবার (২৬ মে) সকালে সিটি নির্বাচনে ফলাফল ঘোষণার পর তিনি এ ধন্যবাদ জানান।


মেয়র জায়েদা বলেন, ''আমাকে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি।''


আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজয় মেনে নিয়েছি: আজমত উল্লাহ


তিনি আরও বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়েছে। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ পরিশোধ করব কাজ করে। আমার ছেলে (জাহাঙ্গীর আলম) আমার পাশে থাকবে। ছেলের যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো তাকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব।


আরও পড়ুন : আমার ছেলে সৎ ছিল তা প্রমাণ হয়েছে: মেয়র জায়েদা


গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ''যদি দরকার পড়ে আজমত উল্লা খানকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে হবে।''


জেবি/এসবি