আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
নিপুণ রায়সহ শতাধিক বিএনপি নেতা-কর্মীর নামে ২ মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩
রাজধানীর কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় এ মামলা করা হয়।
জানা গেছে, ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপির ৩০ জন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় দু’পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে।
আরও পড়ুন: বিএনপির সমাবেশে হামলায় নিপুণসহ আহত ৩০
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে আজাহার বাঙ্গালির নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী লাঠি নিয়ে বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা আজাহার বাঙ্গালিসহ ১০-১২ জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে। হামলার ঘটনায় নিপুণ রায়সহ শতাধিক বিএনপির নেতা-কর্মীর নামে দুটি মামলা করা হয়েছে।
জেবি/ আরএইচ/