ইমরান খানের খেলা শেষ : মরিয়ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘খেলা শেষ (গেম ওভার)’ বলে মন্তব্য করেছেন দেশটির মুসলিম লীগ (পিএমএলএন) এর সহ-সভাপতি ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।
শুক্রবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশে এক সমাবেশে অংশ নিয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ থেকে নেতা–নেত্রীদের পদত্যাগের হিড়িক লাগার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দেয়ার আহ্বান মরিয়ম নওয়াজের
মরিয়ম অভিযোগ করে বলেন, ৯ মে’র ঘটনা ও দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় 'পরিকল্পিত হামলার' মাস্টারমাইন্ড ছিলেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
তিনি আরও বলেন, মিস্টার খান ও তার দলের সময় শেষ। পরবর্তী নির্বাচনে কেউ পিটিআই টিকিট পাওয়ার চেষ্টা করবে না। দেশজুড়ে সংহিসতা সৃষ্টিকারী কাউকেই রেহাই পাবে না।
আরও পড়ুন: পাকিস্তানের বিভক্ত রাজনীতি এবং আন্তর্জাতিক
দলের নেতাদের পদত্যাগের জন্য সেনাবাহিনীকে দোষছেন ইমরান। তার অভিযোগ, সেনাবাহিনীর ধরপাকড় ও চাপে পড়ে নেতারা পদত্যাগ করছেন।
জেবি/ আরএইচ/