হুগলিতে সাইকেল চুরির অপরাধে পিটিয়ে খুন !


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


হুগলিতে সাইকেল চুরির অপরাধে পিটিয়ে খুন !
ফাইল ছবি

সাইকেল চুরির অপরাধে গণপিটুনিতে একব‍্যক্তি খুন। অভিযোগ, চুরি করার শাস্তি দিতে ওই ব‍্যক্তিকে গাছে বেঁধে ব‍্যাপক মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির ডানলপ এলাকায়। 


পুলিশ সূত্রে প্রকাশ, হামলাকারীদের মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে গোরক দাস নামের ব‍্যক্তির। 


এ ঘটনায় শনিবার (২৭ মে) সাত সকালে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। জানা যায়, এদিন সাইকেল চুরির অভিযোগ ওঠে গোরক দাসের বিরুদ্ধে। 


খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা গোরকদের ধরে ফেলে এলাকার একটি গাছে বাঁধা হয়। এরপরই চুরির অপরাধে ব‍্যাপক মারধর করা হয় তাঁকে। আর তাতেই মৃত্যু হয় গোরকে। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনার তদন্তে পুলিশ। গোরকের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার।


আরএক্স/