ইমরানের শরীরে অ্যালকোহলের উপস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩


ইমরানের শরীরে অ্যালকোহলের উপস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ট্রিবিউন পাকিস্তান

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মূত্রের রিপোর্টে অ্যালকোহল ও কোকেন পাওয়া গেছে।


শুক্রবার (২৭ মে) সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এদিকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রিবিউন পাকিস্তান।


আরও পড়ুন: ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইমরানকে গ্রেফতারের পর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের সামনে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির হন ইমরান। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ৫ জন চিকিৎসকের প্যানেল ইমরানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। সেখানে ইমরানের মূত্রের নমুনা নেয়া হয়। তাতেই পাওয়া গিয়েছে শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। সেই বিষাক্ত রাসায়নিকই কোকেন এবং অ্যালকোহল।


স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইমরানের মেডিকেল পরীক্ষার সমস্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। তার দাবি, এই কারণেই ইমরান মানসিক ভারসাম্য হারিয়েছেন।


আরও পড়ুন: ইমরান খানের বাসভবন ঘেরাও, ফের গ্রেফতারের শঙ্কা


তবে এ বারই প্রথম নয়, ইমরানের মাদকাসক্তির কথা আগেও প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। তার সাবেক স্ত্রী রেহাম খান অভিযোগ করেছিলেন, তিনি সাবেক পাক প্রধানমন্ত্রীকে কোকেন নেয়ার সময় হাতেনাতে ধরেছিলেন। ইমরানের নেশা নিয়েও একাধিক বার মুখ খুলেছিলেন রেহাম।


জেবি/ আরএইচ