গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে গ্রহণযোগ্য নির্বাচন করেছি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে দেশবাসী সেটি দেখেছে। এরপর আশা করি, বিএনপিসহ সব দল জাতীয় নির্বাচনে অংশ নেবে।
শনিবার (২৭ মে) টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সাংবিধানিক উপায়ে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। কোনো মহল নির্বাচন বানচাল করতে চাইলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
আরও পড়ুন: চলতি সপ্তাহেই পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত: কৃষিমন্ত্রী
তিনি বলেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয় সেটাই চেয়েছে যুক্তরাষ্ট্র। কোনো নিষেধাজ্ঞা তারা দেয়নি। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ব্যাপারে আমাদের হতাশ হওয়ার কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ।
জেবি/ আরএইচ