রাজস্থানে বন‍্যায় প্রাণ গেল ১৩ জনের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৩


রাজস্থানে বন‍্যায় প্রাণ গেল ১৩ জনের
টানা বর্ষণে বন‍্যা

এখনও দেশে বর্ষা ঢোকেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার অল্প বিলম্বে কেরলে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে বর্ষার আগেই বৃষ্টিতে জলমগ্ন মরু রাজ‍্য রাজ‍স্থানে একাংশ।

 

প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ‍্যের ফতেপুর শহর এবং শেখওয়াতি অঞ্চল। গত দুইদিনে দুর্যোগে রাজ‍্যের নানা প্রান্তে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


অসময়ে এমন বৃষ্টি রাজস্থানে প্রায় অস্বাভাবিক। এর মধ‍্যে জয়পুরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বর্ষণ চলবে রাজ‍্যে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেক্ষেত্রে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 


রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলকে নামিয়েছে রাজ‍্য প্রশাসন। রাজ‍্যের কৃষকদের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও ফসল এর গবাদি পশুর সুরক্ষায় কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেন।


আরএক্স/