টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৩


টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান
তাইয়েপ এরদোয়ান

টানা তৃতীয় বারের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।


রবিবার (২৮ মে) দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন এই বর্ষীয়ান নেতা। বিজয়ী হয়েই ভোটারদের ধন্যবাদ দিয়েছেন তিনি। 


আরও পড়ুন : ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন মোদি


তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে ৯৭ শতাংশ ভোট গণনা শেষ। এতে এরদোয়ান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট পেয়েছেন। 


আরও পড়ুন : পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল ১০ জনের


এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলু ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন । বেসরকারি হিসেবে প্রেসিডেন্টের পদ এরদোয়ানই পেলেন। 


প্রথম দফা ভোটে এগিয়ে থাকলেও ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছিলেন এরদোয়ান।


সূত্র: বিবিসি, আল জাজিরা