পাকিস্তানে তুষারধসে প্রাণ গেল ১০ জনের

এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো
বিজ্ঞাপন
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তানের শাউন্টার পাসের কাছে তুষারধসে কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলাভ হয়, এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাজস্থানে বন্যায় প্রাণ গেল ১৩ জনের
বিজ্ঞাপন
উদ্ধার কর্মকর্তা সুবাহ খান জানান, কাশ্মীর থেকে ফিরে আসা প্রায় ৩৫ জনের একটি যাযাবরের দল সেখানকার এক গিরিখাতের কাছে শিবির স্থাপন করেছিল। পরে শনিবার ভোরের দিকে তুষারধসের কারণে ওই দলের প্রায় ১০ জনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এই ঘটনায় ১৫টি গবাদি পশুও মারা গেছে।
বিজ্ঞাপন
গিলগিট-বালতিস্তানের কার্যালয়ের মুখ্য সচিবও এক বিবৃতিতে মাধ্যমে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি/এসবি








