পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩


পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প,   কাঁপল ভারতও
ফাইল

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের রিখটার স্কেললের মাত্রা ছিল ৬।


রবিবার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে।


এদিন সকালে আলাদা দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


দ্য ডন বলছে, রবিবার সকালে আঘাত হানা ভুমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।


আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল মিয়ানমার


এক বিবৃতিতে পাকিস্তান আবহাওয়া অধিদফতর বলেছে, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,  এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।


আরও পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া-পানামার সীমান্ত


এর আগে গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলেন।


এদিকে,  পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের পর ভারতের রাজধানী দিল্লিসহ পার্শ্ববর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


জেবি/এসবি