সন্তানের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ৩০শে মে ২০২৩

সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে সন্তানের সামনে মাকে দলবেঁধে ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর আহমেদ জানান, গত রবিবার রাত ১১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে; সোমবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ওই নারীকে পুলিশ হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঘরে ঢুকে নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিরা জানান, ধর্ষণে সরাসরি জড়িত হেলাল আহমদ ও ফরহাদ আহমদ। গ্রেফতার হওয়া অন্য আসামিরা ধর্ষণে সহায়তা ও ধর্ষিতাকে ফুসলিয়ে অপহরণে জড়িত।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মৌলভীবাজার প্রশাসনের চোখের সামনে অবাধে চলছে পলিথিনের ব্যবহার

কুলাউড়ায় ক্লাসে হঠাৎ ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত ১

প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ

ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
