তরুণীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগে গ্রেফতার ৩

মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আট মাসের মাথায় গর্ভপাত করায় অভিযুক্তরা
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর গর্ভপাত করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আট মাস পর মেয়েটির গর্ভপাত করানো হয়। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলার পর পুলিশ দুই ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) সদর থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
অভিযুক্তরা হলো– মোরশেদ (২৭) ও খোরশেদ (২১), শাকিল (২৮), সজীব (২১) এবং ফার্মেসি ব্যবসায়ী মাধব সরকার (৩৮)।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গৃহবধূকে ৮ বছর ধরে ধর্ষণ, কৌশলে গর্ভপাত
স্থানীয়রা জানান, গত ১৯ মে ভুক্তভোগীর বাড়ির পেছনের একটি ডোবা থেকে গর্ভপাতের মাধ্যমে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সেটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
থানার এসআই নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ওই তরুণীকে দীর্ঘদিন থেকে ধর্ষণ করতো একই এলাকার কয়েকজন যুবক। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আট মাসের মাথায় গর্ভপাত করায় অভিযুক্তরা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেছেন। গ্রেফতার তিন জনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেবি/ আরএইচ/








