ইমরানের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


ইমরানের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করা হবে। 


মঙ্গলবার (৩০ মে) ডন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ অভিযোগ করেন, গত ৯ মে গ্রেফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান ব্যক্তিগতভাবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। সেক্ষেত্রে ইমরানের বিচার সামরিক আদালতে হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই, কেন হবে না? তিনি সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিকল্পনা কার্যকর করেছিলেন।


আরও পড়ুন: ইমরান খানের খেলা শেষ : মরিয়ম


তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না যে ইমরান পরিকল্পনাকারী ছিলেন এবং ৯ মে সম্পর্কে সবকিছু জানতেন।


গত ৯ মে ইসলামাবাদে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারের পর ইমরানকে এনএবির কাছে হস্তান্তর করা হয়। এরপর দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহিংসতায় কমপক্ষে আটজন নিহত, ২৯০ জন আহত এবং প্রায় দুই হাজার জন বিক্ষোভকারী আটক হয়।


জেবি/ আরএইচ/