Logo

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ২৩:০০
38Shares
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

পঞ্চগড়ের দেবিগঞ্জ মাছের গুঁড়ি বোঝাই ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ জনের প্রাণহানি হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন, পঞ্চগড়ের বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার আলমাস আলী, তার ছেলে তৌহিদুল ইসলাম এবং রজব আলীর ছেলে আমিন শেখ। এ ঘটনায় আহত রজব আলীর আরেক ছেলে সালেকুর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার ভোর রাতে দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে বোদা থেকে প্রতিবেশী দুই ভাইকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলযোগে বের হন বাবা আলমাস আলী ও ছেলে তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ি বহনকারী একটি মাহেন্দ্রর (ট্রাক্টর) পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে তৌহিদুল ও আমিন শেখ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আলমাস আলীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পাঁচবিবিতে নবাগত ইউএনওর যোগদান

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি বলেন,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। অপরদিকে আহত দুজনকে রংপুরে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তারা সবাই তাদের এক মৃত আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন বলে জানান তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD