জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব ইমরুল কায়েস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের (নিউইয়র্ক) প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ সচিব এমএম ইমরুল কায়েস।
মঙ্গলবার (৩১ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরও পড়ুন: সরকারি ব্যয়ে আকাশ পথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত
মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইমরুল কায়েসকে চার বছর মেয়াদকালের জন্য স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।
এর আগে ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ২৮তম বিসিএস’র তথ্য কর্মকর্তা ইমরুল কায়েস।
জেবি/এসবি