কিয়েভে আকাশ হামলায় প্রাণ গেল ৩ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৩


কিয়েভে আকাশ হামলায় প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার আকাশ হামলায় ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।


বুধবার (৩১ মে) দিবাগত রাত তিনটার সময় হামলা শুরু করে রাশিয়া। 


আরও পড়ুন: আগামী ৩ জুন শপথ নেবেন প্রেসিডেন্ট এরদোয়ান


কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় জানায়, দিয়েসনিয়াস্কি এলাকায় দুই শিশু নিহত হয়েছে। তিনি লেখেন, ‌‘দিয়েসনিয়াস্কি শহরে তিন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। যাদের একজনের বয়স ৫-৬ ও ১২-১৩।’


আরও পড়ুন: মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ


এছাড়াও কিয়েভের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। জানা গেছে, মেডিকেল ও আবাসিক এলাকার ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। সূত্র: বিবিসি


জেবি/এসবি