মিশর সীমান্তে প্রাণ গেল তিন ইসরায়েলি সেনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


মিশর সীমান্তে প্রাণ গেল তিন ইসরায়েলি সেনার
ছবি: সংগৃহীত

মিশর সীমান্তে বন্দুকধারীর হামলায় ৩ ইসরায়েলি সেনা মারা গেছে। এ ঘটনায়  আহত হয়েছে আরও কয়েকজন। 


শনিবার (৩ জুন)  ভোরের দিকে চেক পোস্ট থেকে এক নারী ও এক পুরুষ সেনার মৃত উদ্ধার করা হয়েছে। আরেকজন ইসরায়েলি সেনা ও সন্দেহভাজন এক হামলাকারী অভিযানের সময় মারা গেছে। জানা যায়, হামলাকারী মিশরের পুলিশ সদস্য।


আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮



ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, এসময় তারা চার লাখ ডলারর মূল্যের মাদক জব্দ করেছেন। হামলাকারীর সাথে এই ঘটনায় যোগ থাকতে পারে।


মিশরের সেনাবাহিনীও জানায়, হামলাকারী মিশর নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল। সূত্র: বিবিসি


জেবি/এসবি