ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত : বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত : বাইডেন
জো বাইডেন।

ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ ত্রিমুখী ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এবং তার স্ত্রী এ ঘটনায় মর্মাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। 


শনিবার (৩ জুন) ওড়িশার দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন বাইডেন। এতে তিনি বলেন,‘ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে ফার্স্ট লেডি জিল বাইডেন ও আমি মর্মাহত। এ দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন ও আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইলো। এ ঘটনায় ভারতের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণও শোকাহত।’


আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে: মোদি


তিনি আরও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে পরিবার এবং সংস্কৃতির নিবিড় বন্ধন হয়েছে, যা দুই দেশকে একজোট করে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি পুরো আমেরিকা শোকে স্তব্ধ। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারত আমাদের ভাবনায় থাকবে।


জেবি/এসবি