ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১১ পিএম, ৪ঠা জুন ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণী বাদি হয়ে মামলা করেছে।
রবিবার (৪ জুন) ধর্ষক যুবককে হাজতে পাঠিয়েছে পুলিশ।
আকটকৃত যুবকউপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে শাহিন আলম (২৩)।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে দশ বছর বয়সী এক মেয়েকে দিয়ে ঐ তরুণীকে ফাঁকা বাড়িতে কৌশলে ডেকে নেয় ধর্ষক। বাড়িতে প্রবেশ করার পরেই মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করতে থাকে। সেই সময় প্রতিবেশি এক মহিলা গোসল করার জন্যে যায় ঐ বাড়িতে। ঘরের ভিতরে চিৎকারের শব্দ শুনে। পরে ঘরের ভিতরে প্রবেশ করে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে লোকজন ডাকাডাকি করে যুবক কে আটক করে।
আরও পড়ুন: সন্তানের সামনে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫
পরে যুবক বিয়ের প্রতিশ্রুতি দিলে ছেরে দেয়। একদিন পরে বিয়ে করার অস্বীকৃতি দিলে থানায় অভিযোগ করে যুবতী।
ধর্ষিতা যুবতীর বাবা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ের সর্বনাশ করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা নারী নিজে বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
জেবি/ আরএইচ/