বিদ‍্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ, প্রাণ গেল কর্মীর!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৩


বিদ‍্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ, প্রাণ গেল কর্মীর!
প্রতীকী ছবি

বিদ‍্যুৎ বিচ্ছিন্ন না করে কাজ করার সময় স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল কর্মীর। 


রবিবার (৫ জুন) আসামের রঙ্গিয়ার বঙ্গালিকুছিতে ঘটে এই ঘটনাটি। এই বিদ‍্যুৎ কর্মীর নাম হামিদুর রহমান। তিনি একটি কারখানায় মেরামতের কাজ করার সময় এ ঘটনাটি সংগঠিত হয়েছে। 


এ ঘটনার পর স্বস্তি হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। একাংশ উত্তেজিত লোক এক বিদ‍্যুৎকর্মীকে মারপিঠ করেন। এই ঘটনায় উত্তেজনার পাশাপাশি শোকের ছায়াও নেমে এসেছে।


আরএক্স/