ঢাকেশ্বরী মন্দিরের সোনা চুরি: ৩ জনের কারাদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩


ঢাকেশ্বরী মন্দিরের সোনা চুরি: ৩ জনের কারাদণ্ড
ফাইল ছবি

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণসহ টাকা চুরির মামলায় ৩ আসামিকে পৃথক দুই ধারায় চার বছর করে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (৫ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন বলে জানা গেছে।


দণ্ডপ্রাপ্ত ৩ আসামি হলেন-মনির হোসেন, গরীব উল্লাহ ওরফে আসলাম এবং মনিরুল। দণ্ডের পাশাপাশি তাদের ৪ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ৪ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।


আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।


আরও পড়ুন: সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা: ৩ আসামির কারাদণ্ড


শাহ আলম, সবুজ আহম্মেদ ও সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান এসব তথ্য জানান।


২০১১ সালের ৮ জানুয়ারি রাতে চুরি হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। খোয়া যায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচ-ছয় ভরি রুপা। ঘটনার পরদিনই রাজধানীর চকবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন মহানগর পূজা উদযাপন কমিটির তৎকালীন সভাপতি বীরেশ চন্দ্র সাহা।


জেবি/ আরএইচ/