সোনার খনি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ১২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
বৃষ্টির পানিতে ভেনেজুয়েলায় সোনার খনি প্লাবিত হয়ে ১২ জনের প্রাণহানি হয়েছে। দীর্ঘদিন বন্ধ ছিল এই খনিটি। ফলে কয়েকদিন আগে অবৈধ শ্রমিকরা প্রবেশ করেছিলেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস শনিবার (৩ জুন) টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন।
তিনি জানান, ''আমরা ১২ জনের মৃতদেহ পেয়েছি। অবৈধ শ্রমিকরা পরিত্যক্ত সোনার খনিতে প্রবেশ করেছিল। সম্ভবত তারা বুধবার মারা যায়। প্রবল বৃষ্টিতে খনিটি প্লাবিত হয়।''
আরও পড়ূন: যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে বিধস্ত বিমান
শুক্রবার ৫ জন এবং শনিবার আরও ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য,ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে অনেক সোনার খনি রয়েছে।
জেবি/এসবি