মাদক ব্যবসায় প্রতিবাদ করায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩
অবৈধভাবে মদ, গাঁজার ব্যবসায় বসেছিল ছোট ভাই। তারই প্রতিবাদ করেছিলেন বড়ভাই। প্রাথমিকভাবে বাকবিতণ্ডা থেকে একেবারে রক্তারক্তি কান্ড ঘটে গেল ভারতের পশ্চিমবঙ্গের বাগুইআটির আদর্শ পল্লিতে। ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড়ভাই।
মঙ্গলবার (৬ জুন) ভোরে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছোট ভাই। তার স্ত্রীকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
জানা যায়, বাগুইআটির আদর্শ পল্লিতে অনেকদিন ধরেই চলছে অবৈধ মদ, গাঁজার ব্যবসা। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত রাজু মন্ডল। এর প্রতিবাদ করেছিলেন তার দাদা রবীন মন্ডল। তা নিয়ে প্রায়ই ২ ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ চলতই।
পরিবার সূত্রে প্রকাশ, সোমবার রাতে তা চরমে ওঠে। দাদা রবীনকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রবীন মন্ডলকে বাগুইআটির দেশবন্ধুনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়। ইতিমধ্যে অভিযুক্ত ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমা মন্ডলকে আটক করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত ছোট ভাই রাজু মন্ডল। অভিযুক্ত রাজুর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বাহিনী।
আরএক্স/