ইভ্যালির রাসেলের জামিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩


ইভ্যালির রাসেলের জামিন
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে  জামিন দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার (৬ জুন)  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।


আরও পড়ূন: ইভ্যালির রাসেলের জামিন আদেশ এক সপ্তাহ মুলতবি


এর আগে  ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন।


মামলায় বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালির অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।


জেবি/এসবি