পরকীয়া সন্দেহে স্ত্রীকে বেদরক মারপিটের অভিযোগে স্বামী গ্রেফতার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩


পরকীয়া সন্দেহে স্ত্রীকে বেদরক মারপিটের অভিযোগে স্বামী গ্রেফতার
অভিযুক্তের নাম পরিতোষ সরকার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গাছে বেঁধে বেদরক মারপিটের অভিযোগে স্বামী গ্রেফতার। অভিযুক্তের নাম পরিতোষ সরকার। 


ধৃতব‍্যক্তি রাঙাপানির বাসিন্দা। জানা যায়, মাত্র ২ সপ্তাহ আগেই মাটিগাড়ার বাসিন্দা তনুশ্রী সরকারের সঙ্গে বিবাহ হয় পরিতোষের। এরপরেই স্ত্রীর ওপরে সন্দেহ হয় তার। সন্দেহ স্ত্রীকে ভারতের পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ার লিম্বুটারি এলাকায় নিয়ে গিয়ে মারধর করে স্বামী। 


পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফাঁসিদেওয়া থানায় সংবাদ দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরবর্তীতে তনুশ্রী সরকারের পরিবারের লোকজনরা অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় পরিতোষ সরকারকে। 


ধৃতকে মঙ্গলবার (৬ জুন) শিলিগুড়ি মহকুমা আদালতে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/