শক্তিশালী ভূমিকম্পে কাঁপল হাইতি, নিহত ৪


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল হাইতি, নিহত ৪
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এতে কমপক্ষে নিহত ৪ জন ও আহত হয়েছেন ৩৬ জন। 


কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের (৬ জুন) ৪.৯ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তুপের ভেতর আরও অনেকে আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,  রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় সময় ভোর পাঁটার পরপরই এ ভূমিকম্প আঘাত হানে।


হাইতি রেডক্রস জানায়, এখনও যারা ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে। জীবিতদের সন্ধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আরও পড়ূন: ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর


ভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা। গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা এএফপি’কে বলেন, নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধ্বসে পড়ায় তারা প্রাণ হারান।


আরও পড়ূন: ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার


উল্লেখ্য, ২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। সূত্র : আল-জাজিরা ও এএফপি।


জেবি/এসবি