স্কুল বাসের ধাক্কায় ছাত্রী নিহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


স্কুল বাসের ধাক্কায় ছাত্রী নিহত
প্রতীকী ছবি

সকালে মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, বাসের ধাক্কায় প্রাণ হারাল এক স্কুল ছাত্রী। 


এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আসামরাজ‍্যের গুয়াহাটির গণেশগুড়ি এলাকায় বৃহস্পতিবার (৮ জুন) সকালে। 


প্রকাশ, বড়বোনের সঙ্গে স্কুটি করে একাদশ শ্রেনীর ছাত্রী স্কুলে যাচ্ছিল। একটি দ্রুতগামী রয়‍্যাল গ্লোবাল ইউনিভার্সিটির বাসের সঙ্গে স্কুটি সংঘর্ষ হয়। এতে স্কুটিতে থাকা একাদশ শ্রেনীর ছাত্রী প্রিয়া কুমারী ঘটনাস্থলে মৃত্যু ঘটে। 


দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। এদিকে আহত তরুণীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রিয়া কুমারী হাতিগাঁও এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী।


আরএক্স/