পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা
ছবি: ডেইলি মেইল

অধিবেশন চলাকালে ইতালির পার্লামেন্টে শিশুকে বুকের দুধ খাইয়েছেন এক আইনপ্রণেতা। 


বুধবার (৭ জুন) প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে কোনো শিশুর উপস্থিতিও দেখা গেছে। 


ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের অধিবেশন চলার সময় আইনপ্রণেতা জিলদা স্পোরতিয়েলো তার ছেলে ফেদেরিকোকে বুকের দুধ খাইয়েছেন। এসময় অন্য আইনপ্রণেতারা তার এ পদক্ষেপকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন।


আরও পড়ুন: প্রেমের টানে কক্সবাজারে ইতালিয়ান তরুণী


ঘটনা প্রসঙ্গে জর্জো মুলে বলেন, ‘এবারই প্রথম সব দলের সম্মতিতে এমনটা ঘটল। ফ্রেদেরিকোর জন্য স্বাধীন, শান্তিপূর্ণ ও দীর্ঘজীবন কামনা করছি। এখন আমরা ধীরে কথা বলব।’


ইতালিতে গত বছরের নভেম্বরে সংসদীয় নীতিমালাবিষয়ক এক প্যানেল নারী আইনপ্রণেতাদের সন্তানসহ পার্লামেন্টে প্রবেশ এবং এক বছর বয়স পর্যন্ত তাদের দুধ খাওয়ানোর অনুমতি দেয়।


সূত্র: ডেইলি মেইল