শিলচরে গাছতলায় বসে প্রতিবাদ যুব কংগ্রেসিদের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


শিলচরে গাছতলায় বসে প্রতিবাদ যুব কংগ্রেসিদের
গাছতলায় বসে প্রতিবাদ যুব কংগ্রেসিদের

বিদ‍্যুৎ বাবদ ব‍্যয় বাঁচাতে ফ‍্যান, এসি বন্ধ করে গাছতলায় বসার পরামর্শ দিয়েছিলেন আসামরাজ‍্য বিধানসভার অধ‍্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। 


অধ‍্যক্ষের এমন পরামর্শকে কটাক্ষ করে বৃহস্পতিবার ( ৮ই জুন) শিলচরে গাছের তলায় বসে প্রতিবাদ জানালেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। শিলচর যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, রাজা লস্কর, রণধীর দে, তাহির আহমদ সহ অন‍্যান‍্যরা এদিন দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত শিলচর সার্কিট হাউসের বাইরে গাছের নিচে বসে প্রতিবাদ জানান। 


রঞ্জিত দেবনাথরা বলেন, বিদ‍্যুৎ মাসুল বৃদ্ধিকে ঘিরে রাজ‍্যবাসীকে এমন পরামর্শ দেওয়ার আগে অধ‍্যক্ষের নিজের উচিত তার ২০ টি এসি মেশিন লাগানো বাসভবন ছেড়ে গাছের তলায় বসা। 


তারা আরও বলেন, বিভিন্ন ইস‍্যুতে বতর্মান সরকার পক্ষ যেভাবে ঔদ্ধত‍্য প্রদর্শন করছেন, আগামী দিনে রাজ‍্যবাসী অবশ‍্যই এর জবাব দেবেন।


আরএক্স/