এইচডি ছবি শেয়ারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৩


এইচডি ছবি শেয়ারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি

মেটার অঙ্গ প্রতিষ্ঠান  হোয়াটসঅ্যাপ এবার বেটা ভার্সনে এইচডি  ছবি পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি। আইওএস ও অ্যান্ড্রয়েড প্লাটফর্ম ব্যবহারকারীরা বর্তমানে বেটা ভার্সনে এ সুবিধা পাবে বলে জানা গেছে।


জানা গেছে, এখন থেকে ফাইলের আকার ও মানে কোনো পরিবর্তন আনা ছাড়াই ফাইল আদান-প্রদান করা যাবে। উন্নত মানের ছবি পাঠানো ও অন্যান্য মিডিয়া ফাইল শেয়ারিংয়ে এটি উন্নত অভিজ্ঞতা দেবে।


আরও পড়ুন: টুইট এডিটের সময় বাড়ল টুইটারে


এছাড়া ব্যবহারকারী যখন কোনো বড় আকারের ফাইল নির্বাচন করবে তখনই হাই-কোয়ালিটি ফটো শেয়ারিং ফিচারটি চালু হবে। এ ধরনের ছবির জন্যই শুধু ফিচারটি কাজ করবে, বাকি ছবির জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে বলেও মেটা মালিকানাধীন প্লাটফর্ম সূত্রে জানা গেছে।


আরও পড়ুন: টুইটারের যোগদান করলেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো


এইচডি অপশনে ছবি পাঠানো হলে তা আলাদা ট্যাগসহ প্রাপক পেয়ে যাবে।  ফলে অন্য প্রান্তের ব্যবহারকারী সহজেই ফাইল চিহ্নিত করতে পারবে। বর্তমানে যেকোনো কথোপকথনে শুধু ছবি আদান-প্রদানে ফিচারটি সীমাবদ্ধ। ভিডিও বা স্ট্যাটাস আপডেটের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


জেবি/এসবি